নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়া:
জেলার যুবক-যুবতীদের সিভিল সার্ভিসে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এক কর্মশালার আয়োজন করা হয় বাঁকুড়া রবীন্দ্রভবনে। আয়োজক বাঁকুড়া জেলা প্রশাসন।

হল ভর্তি একঝাঁক তরুণ তরুণী একাগ্র হয়ে জেলাশাসক মৌমিতা গোদারার অধ্যাপণার চাকরি ছেড়ে আইএএস হওয়ার কাহিনী শুনলেন। জীবনে বড় কিছু হওয়ার ইচ্ছেপূরণে অনেক কিছুকে ত্যাগ করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয় – জেলাশাসকের এই বার্তা উপস্থিত তরুণ তরুণীদের উৎসাহিত করেছে।

জেলাশাসক ছাড়াও এই মোটিভেশন কর্মশালায় অভিজ্ঞতার কথা শুনিয়ে এ পেশার প্রতি আকৃষ্ট হতে উদ্বুদ্ধ করেন জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা।

সকাল দশটা থেকে শুরু হওয়া সারাদিনের এই কর্মশালায় ৫০০ জন আগ্রহীকে উপস্থিত ছিলেন । জেলায় এধরনের উদ্যোগে খুশি চাকুরী প্রার্থীরা ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584