চক্ষুদান সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী বাইক যাত্রার দল বালুরঘাটে

0
60

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

world bike rally team for increasing awareness of eye donation
নিজস্ব চিত্র

সাধারণ মানুষের মধ্যে চক্ষুদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ২০২০ সালের মধ্যে ভারতের ২০টি রাজ্যের ২০০০০ কিলোমিটার পথ মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়া পাচ যুবককে বুধবার সম্বর্দ্ধনা দিল দক্ষিণ দিনাজপুর জেলার রেডক্রস সোসাইটি, উন্মীলন, দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, মোরান এবং দিশা- মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

আরও পড়ুনঃ লাল ভালবাসায় আগামী পৃথিবী গড়ার আহ্বান

চক্ষুদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এই মোটরসাইকেল যাত্রাতে অংশগ্রহণকারী পাচ যুবক হলেন সুরজিৎ শীল, বুদ্ধদেব মাঝি, উত্তম সেন, অনন্ত সার, গোবিন্দ অধিকারী। মঙ্গলবার পশ্চিমবঙ্গের হুগলী জেলার রাজাবল্লভহাট এলাকা থেকে যাত্রা শুরু করে বুধবার এই পাঁচ যুবক বালুরঘাটে পৌছায়। জানা গেছে শুধুমাত্র মোটরসাইকেল যাত্রাই নয়, বুধবার সন্ধ্যায় বালুরঘাটে প্রয়াস আত্রেয়ী নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত একটি চক্ষুদান বিষয়ক সচেতনতা শিবিরেঐ উপস্থিত ছিলেন এই পাঁচ যুবক। এই সচেতনতামূলক শিবিরের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সুনীল সরকার, কৌশিক বিশ্বাস, দেবাশীষ সরকার প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here