মেদিনীপুরে​ পালিত হলো বিশ্ব নৃত্য দিবস

0
194

নিউজফ্রন্ট, পশ্চিম মেদিনীপুর:-

ডান্সার্স ফোরামের উদ্যোগে পালিত হলো বিশ্ব নৃত্য দিবস। এই উপলক্ষ্যে রবিবার বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে।

  বিশ্ব নৃত্য দিবসে খুদেরা

এদিন শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তিতে মাল‍্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা করেন উপস্থিত শহরের সংস্কৃতিপ্রেমী বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। শোভাযাত্রা রবীন্দ্র মূর্তি থেকে বিদ‍্যাসাগর মূর্তি, সেখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ হয়ে বিদ‍্যাসাগর হল ময়দানে শেষ হয়। পদযাত্রার শেষে বিদ‍্যাসাগর হল ময়দানে সংক্ষিপ্ত নৃত‍্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সমাজকর্মী​ রোশেনারা খাঁন, অধ্যক্ষ সত‍্যব্রত দোলুই, প্রসেনজিৎ সাহা, অখিল বন্ধু মহাপাত্র, প্রণব চক্রবর্তী,বিশ্ব বন্দ‍্যোপাধ‍্যায়, প্রসূন পড়িয়া, সবিতা সাহা,রাজীব দে, জয়ন্ত মন্ডল, প্রসূন দে, নির্মাল্য মুখোপাধ্যায়, অভিনন্দন মুখোপাধ্যায়, সমাজসেবী শান্তনু চক্রবর্তী, হায়দার আলি, ঝুমঝুমি চক্রবর্তী, সুদীপ কুমার খাঁড়া, সুদীপ করণ,বৃষ্টি মুখোপাধ্যায় ডান্সার্স ফোরামের সম্পাদক রাজনারায়ণ দত্ত, ফোরামের সভানেত্রী সুতনুকা পাল, কোষাধক্ষ‍্যা ঈশিতা চট্টোপাধ্যায়, অফিস সম্পাদিকা শতাব্দী গোস্বামী চক্রবর্তী ,কেকা খাঁড়া, সংঘমিত্রা পুরোহিত,প্রিয়াংকা প্রামাণিক,রাজীব খান, সুমনা ভট্টাচার্য,শমীক সিংহ,রিমা কর্মকার,দেবলীনা কোনার,সুজয়া দে,রিয়া সেনগুপ্তসহ আরও অনেক বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও নৃত‍্যশিল্পীবৃন্দ । ড‍্যান্সার্স ফোরামের পক্ষে ঈশিতা চট্টোপাধ্যায় ও শতাব্দী গোস্বামী চক্রবর্তী জানান তাঁদের পরবর্তী লক্ষ্য নৃত্য বিষয়ক কর্মশালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here