নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
তুলসী গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হল মালদহে। শহরের পোস্ট অফিস মোড়, নেতাজি মোড় সহ একাধিক জায়গায় বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে তুলসী গাছ রোপন করা হয়। তার পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ প্ল্যাকার্ড ঝুলিয়ে গোটা মালদহ শহর জুড়ে সাইকেল মিছিল করেন সংগঠনের কর্মীরা।
করোনা থেকে বাঁচতে সচেতনতা প্রচার সহ শহরের বিভিন্ন জায়গায় তুলসী গাছ রোপন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের হাত দিয়ে তুলসী চারা লাগিয়ে এই কর্মসূচীর সূচনা হয়।
আরও পড়ুনঃ ভক্ত দর্শনার্থী ছাড়াই কোচবিহারে মদনমোহনের স্নানযাত্রা, সংশয়ে রথযাত্রা
জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হল বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে পালন করা হয় এই দিনটি। উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584