পশ্চিম মেদিনীপুরে বিশ্ব শৌচাগার দিবস উদযাপন

0
105

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার গোটা পশ্চিম মেদিনীপুর পশ্চিম জেলা জুড়ে পালিত হলো বিশ্ব শৌচাগার দিবস।মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির ব‍্যবস্থাপনায় জেলার মূল বিশ্ব শৌচাগার দিবসের অনুষ্ঠান হলো সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুল মাঠে।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা উত্তরা সিং হাজরা ও অন্যান্য অতিথিবৃন্দ।

toilet day
নিজস্ব চিত্র

উপস্থিত জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, এডিএম সৌর মন্ডল,এডিএম উত্তম কুমার অধিকারী, মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ,জেলা পরিষদের সচিব প্রবীর কুমার ঘোষ,জেলাপরিষদ সদস্য রমা প্রসাদ গিরি,কাজী আব্দুল হামিদ,বিডিও ফারহানাজ খানম্, জয়েন্ট বিডিও সায়েদুল ইসলাম,সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, সহ-সভাপতি হরেন্দ্রনাথ মাহত,বিএমওএইচ মৌসুমী সোম, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সমাজসেবী মুকুল সামন্ত, সেলিম মল্লিক, পাঁচখুরী ৬/২ গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিদ গায়েন,উপ প্রধান আব্দুল সাদেক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গনি ইসমাইল মল্লিক, দিলীপ দে,মানোয়ারা রহমান,সমিতির সদস্য বাদশা খাঁন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।স্বাগত ভাষণ দেন এডিএম সৌর মন্ডল।শপথ বাক্য পাঠ করান সভাধিপতি উত্তরা সিং।মূল অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা বিডিও অফিস থেকে চুয়াডাঙ্গা মাঠে আসে।এছাড়াও স্থানীয় এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা সংগঠিত হয়। সভাপতিত্ব করেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল।এডিএম সৌর মন্ডল তাঁর ভাষনে সবাইকে শৌচাগার ব‍্যবহারের আহ্বান জানান। এডিএম উত্তম কুমার অধিকারী শৌচাগার ব্যবহারের প্রয়োজনীয়তা বিশেষ ভাবে ব‍্যখ‍্যা করেন। মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ তাঁর বক্তব্যে একটি শিক্ষা মূলক গল্পের উদাহরণ দিয়ে,একাজে ছোট ছোট ছেলে মেয়ে তথা ছাত্র ছাত্রীদের মধ্যে শৌচাগার ব‍্যবহারের অভ‍্যাস আরো বেশি করে গড়ে তোলার আহ্বান জানান।

toilet day celebration
নিজস্ব চিত্র

জেলা পরিষদের সচিব উত্তম অধিকারী গোপাল ভাঁড়ের গল্পের উদাহরণ টেনে শৌচাগারের গুরুত্ব উল্লেখ করেন। জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি তাঁর বক্তব্যে পরিবেশের স্বচ্ছতার পাশাপাশি পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য প্রয়োজনীয় মানসিকতা গড়ে তুলতে জনপ্রতিনিধি তথা জনগণকে আহ্বান জানান।সবাইকে ধন্যবাদ জানান বিডিও ফারহানাজ খানম্। এদিনের অনুষ্ঠানে ছৌ নৃত্য,তথ্য চিত্র প্রদর্শনী সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার এই মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত এলাকায় দিনটি পালিত হয়।

আরও পড়ুনঃ বাউড়ী উন্নয়ন পর্ষদের দাবীতে জেলা শাসককে স্মারকলিপি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here