পারুলিয়া থেকে কাষ্ঠশালীর রাস্তার বেহাল দশা

0
98

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

পূর্বস্থলী ২ ব্লকের একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।মুখ সিংপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন ঘোষপাড়া বাজারের নিকট থেকে শুরু করে হযরত তলা পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের আকার ধারণ করেছে।খানাখন্দে ভরে গিয়েছে।বর্ষাকালে এই চেহারাটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কিন্তু রাস্তা সংস্কারের কোন উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়ছে না প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের।অথচ পূর্বস্থলীর পারুলিয়া থেকে কাষ্ঠশালী যাওয়ার রাস্তাটি চরম বেহাল হয়ে পড়েছে এলাকার মানুষ।

পিচ উঠে খানাখন্দে ভর্তি রাস্তা।নিজস্ব চিত্র

স্থানীয় সাধারণ বাসিন্দাদের অভিযোগ যে প্রায় দশ কিলোমিটার রাস্তা দশ বছর আগে পাকা করা হয়েছিল এখন সেই রাস্তা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে মানুষের পক্ষে যাতায়াত করা অযোগ্য হয়ে পড়েছে বর্ষা হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।
বাসিন্দাদের আরও অভিযোগ রাস্তা তৈরির পর যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার আদৌ তার কিছুই করা হয়নি এর ফলে তাড়াতাড়ি রাস্তা নষ্ট হয়ে গিয়েছে এবং পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের আকার নিয়েছে তাই বিপদজনক অবস্থায় চলাফেরা করতে হয় আমাদের।অথচ এই রাস্তা দিয়েই প্রতিবছর শীতকালে পূর্বস্থলী চুপি পাখিরালয় দেখতে আসেন দেশ থেকে বহু পর্যটক।খানাখন্দে ভরা রাস্তার বেহাল অবস্থার কারণে যারা বহিরাগত পর্যটক আসেন তারা অনেকাংশে ক্ষোভ প্রকাশ করেন।এছাড়াও পূর্বস্থলী ২ ব্লকের কালিকাতলাতে রয়েছে একটি দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সবজি বাজার।জানা গিয়েছে এই সবজি বাজার থেকে প্রতিদিন চার থেকে পাঁচ কোটি টাকার কেনাবেচা হয়।
বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর সবজি এই বাজারে আসে এবং এখান থেকে শেষ হয় ট্রাকে সবজি ভিন রাজ্যে পাড়ি দেয়।তাই কাষ্ঠশালী থেকে প্রতিদিন এই রাস্তা দিয়ে চাষিদের সবজি নিয়ে পারুলিয়া হয়ে কালিকাতলা যেতে হয় কিন্তু চাষিরা ভীষণ ক্ষুব্ধ।পূর্বস্থলী স্টেশন রোড থানা মোড় সুতিবাজার প্রভৃতি এলাকায় রাস্তা এতটাই বেহাল যে বড় বড় গর্তের আকার ধারণ করেছে।স্থানীয় ডাক্তার জয়ন্ত চক্রবর্তী সুব্রত আচার্য্য জানিয়েছেন যে পূর্বস্থলী রেল স্টেশন থেকে শুরু করে কাষ্ঠশালী পর্যন্ত বেহাল রাস্তা দিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয় কিন্তু যারা গর্ভবতী মা তাদের দূরের স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে যেতে হলেও চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।রাস্তার পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে।
স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন যে এই রাস্তা সংস্কারের জন্য আমি জেলা পরিষদে বহুবার আবেদন জানিয়েছি। শুনেছি রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে।
স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ দে জানিয়েছেন যে পি ডাবলু ডি এ’র পক্ষ থেকে রাস্তা সংস্কারের টেন্ডার ডাকা এবং ওয়াক অর্ডার হয়ে গিয়েছে।বর্ষার পরেই রাস্তার কাজ শুরু হবে।
পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বর্ষার পর এই রাস্তার কাজ শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here