সুদীপ পাল,বর্ধমানঃ
প্রশাসনের উদ্যোগে লাগানো হয়েছিল সৌরবাতি। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং এলাকার নিত্যযাত্রীদের বক্তব্য, ঠিকমতো দেখভালের অভাবেই অধিকাংশ সৌরবাতি অকেজো হয়ে পড়েছে।
পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের পাল্লারোড, দাদপুর, কুমারপাড়া, বেলুট-সহ বিস্তীর্ণ এলাকা সন্ধ্যে হলেই ঢেকে যাচ্ছে অন্ধকারে।
বাসিন্দাদের বক্তব্য, এই এলাকাগুলিতে সাংসদ এবং বিধায়করা তাঁদের তহবিলের টাকা দিয়ে সৌরবাতি লাগিয়েছিলেন। গ্রামবাসী এবং নিত্যযাত্রীরা উপকৃত হয়েছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কিছু জায়গায় সৌর ব্যাটারি চুরি হয়ে গিয়েছে, কোথাও ব্যাটারি থাকলে নিয়মিত জল না দেওয়ার ফলে তা বিকল হয়ে গেছে, প্রায় অধিকাংশ জায়গাতেই বাতিস্তম্ভের আলোগুলি খারাপ হয়ে যাওয়ায় রাস্তা সম্পূর্ণ অন্ধকার। নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের এতে নিয়মিত সমস্যা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
বাসিন্দারা বলছেন, অবিলম্বে সৌরবাতিগুলোকে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা হোক।
অনেকে বলছেন, স্থানীয় পঞ্চায়েত, কোন ক্লাব বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হোক সৌরবাতিগুলি রক্ষণাবেক্ষণের। না হলে নজরদারির অভাবে টাকা খরচ করে মানুষের সেবার জন্য এই সুযোগ সুবিধা করে দেওয়া হলেও অল্প দিনের মধ্যেই তা বেহাল হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ মাত্রাতিরিক্ত দুষ্টুমিতে উত্তেজিত শিক্ষকের বেত্রাঘাতে আহত পড়ুয়া
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু এই বিষয়ে বলেন, মানুষের সুবিধার জন্য পথবাতি লাগানো হয়েছে। সেগুলি রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে এলে প্রশাসনের সুবিধা হবে। তবে কোন যন্ত্রাংশ খারাপ হলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সঙ্গে কথা বলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584