নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোমবার সকাল থেকে তুরতুরি এলাকার দুই গ্রামবাসী তুরতুরি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার উন্নয়নের দাবিতে আমরন অনশন শুরু করেন।
ফের মঙ্গলবার আরও দুই গ্রামবাসী এই অনশনে সামিল হন।এদিন বিকেলে পরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন শর্মা আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তুরতুরি স্বাস্থ্য কেন্দ্রের সামনে অনশন মঞ্চে যান। স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। পরে অনশনকারিদের কাছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে লিখিত প্রতিশ্রুতি দেন তিনি।
লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর নিজের হাতে ফলের রস খাইয়ে অনশনকারিদের অনশন ভাঙ্গেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
আরও পড়ুনঃ চিকিৎসা পরিকাঠামো উন্নতির দাবিতে অনশনে যোগ আরও দুই বাসিন্দার
এদিন আন্দোলনকারি ভীম ছেত্রী বলেন,”একমাসের মধ্যে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক আসা শুরু করবে।সপ্তাহে ছয় দিনই এখানে চিকিৎসক বসবেন।এছাড়া ছয়মাসের মধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রে অন্যান্য সব পরিষেবা চালু করা হবে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সকলের কথা মেনে অনশন তুলে নিলাম।যদি দাবি পুরন না হয় তাহলে ফের আরও বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584