প্রযুক্তি ডেস্কঃ
ভারতীয় মোবাইল ফোনের বাজারে ‘শাওমি’ অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। চাইনিজ অ্যাপেল নামে পরিচিত শাওমি বাজারে শীঘ্রই আনতে চলেছে তাদের নতুন ফোন ‘রেড মি নোট ৭’।
ঘোষণার পর থেকেই বেশ কিছু প্রোমোশনাল ভিডিও সামনে এসেছে যেগুলো ফোনটির শক্তপোক্ত ও নিরেট বিল্ড কোয়ালিটি বর্ণনা করছে। দেখাগেছে ফোনটিকে মাড়িয়ে গেলে, এমনকি পেরেক জাতীয় কিছু দিয়ে আঁচড় দেওয়ার চেষ্টা করার পরও ফোনটি অক্ষত থাকছে।
এবার কোম্পানি একটি নতুন ভিডিও বাজারে এনেছে যাতে দেখা যাচ্ছে ‘রেডমি নোট ৭’ ফোনটিকে একটি স্কেটবোর্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে । তারপরেও ফোনটি অক্ষত। সমস্ত ভিডিও গুলিকে নিখুঁতভাবে দেখে বলা যায় ‘রেডমি নোট ৭’-এর ডিসপ্লে তে থাকা ‘গরিলা গ্লাস ফাইভ’ যথেষ্ট মজবুত ।
কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার লুই ওয়েইবিং নিজে ঐ ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে ‘রেডমি নোট ৭’- এর ডিসপ্লেটিকে একটি ফল কাটার বোর্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে । “ফ্রুট নিনজা” এর আকারে কিছু ফল অনর্গল কাটা হচ্ছে ফোনটির ডিসপ্লের উপরে । অথচ অবিশ্বাস্যভাবে দেখা যাচ্ছে ডিসপ্লেটি কোন ক্ষতি ছাড়াই ফোনটি অক্ষত অবস্থায় রয়েছে ।
জানা গেছে টেকসই গরিলা গ্লাস ডিসপ্লের পাশাপাশি ‘রেডমি নোট ৭’ পর্যাপ্ত স্টোরেজ এর সাথে আসতে চলেছে। ডিভাইসটিতে থাকছে প্রিমিয়াম ‘কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০’ চিপসেট সহ ডুয়াল ক্যামেরা যার মধ্যে একটি রয়েছে ৪৮ মেগাপিক্সেলের।
ফোনটির দাম সম্পর্কে ফোন প্রেমীরা আশাবাদী । আশা করা যায় মাঝারি দামের ‘রেডমি নোট৭’ বাজার কাঁপাবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584