নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অরণ্য-পাখি থুড়ি যশ-মধুমিতা। হ্যাঁ যশ-মধুমিতাকে অরণ্য-পাখি নামেই বেশি চেনেন সকলে। কারণ তাঁদের জুটিতে তৈরি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক ভালোবেসেছেন দর্শক। আজও মানুষের মনে আছে ওঁদের পেরিয়ে আসা জার্নি।
এরপর আর দুজনকে একসঙ্গে দেখা যায়নি কোনও ধারাবাহিক কিংবা বড়পর্দায়। দুজনের অফস্ক্রিন কেমেস্ট্রি খুব যে ভাল নয় তা আগেই জানান দিয়েছে সংবাদ মাধ্যম৷ সূত্রের খবর অনুযায়ী, এস ভি এফ-এর ঘর থেকে আসছে তাদের জুটিতে নতুন বাংলা ছবি। তবে, ছবির নাম জানা যায়নি এখনও।
এর আগেও এই প্রযোজনা সংস্থা থেকে এই টেলিজুটিকে সঙ্গে নিয়ে ছবি আসার কথা ছিল। সেই সময় সৌমিক হালদারের ছবিটি পরিচালনা করার কথা ছিল। পরে অবশ্য তা পরিণতি পায়নি।
আরও পড়ুনঃ আনুষ্ঠানিকভাবে সামনে এল ‘প্রতিদ্বন্দ্বী’র পোস্টার
এবার পরিচালনার দায়িত্বে কে থাকছেন তাও জানা যায়নি এখনও। আপাতত অরণ্য-পাখি থুড়ি যশ-মধুমিতা জুটির ফ্যানকূলের জন্য এটুকুই খুশির খবর যে তাঁরা ফের জুটি বাঁধতে চলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584