“নিজেদের শোধরান, নয়ত ‘রাম নাম সত্য’ যাত্রা শুরু হবে,” হুঁশিয়রি যোগীর

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘লাভ জিহাদ’ নিয়ে অসমের পর কড়া উত্তরপ্রদেশ সরকারও। ‘‘পরিচয় গোপন করে যাঁরা আমাদের বোনেদের সম্মান নিয়ে ছিনিবিনি খেলবেন…তাঁদের জীবন শেষ করা হবে’’, এ ভাষাতেই শনিবার হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সাফ কথা, নিজেদের ভুল না শোধরালে মৃত্যু মিছিল শুরু হবে।

Yogi Adityanath | newsfront.co
যোগী আদিত্যনাথ

সম্প্রতি বিয়ে করার জন্য বিয়ের মাত্র একমাস আগে ধর্মান্তরিত হয়েছিলেন এক মহিলা। তারপর থেকেই হুমকি পাচ্ছিলেন। তাই আদালতের দ্বারস্থ হন স্বামী-স্ত্রী। পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেন। কিন্তু সেই আবেদন এলাহাবাদ হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

কারণ, হাই কোর্ট মনে করছে, ওই মুসলিম মহিলা শুধু বিয়ে করবেন বলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। যা মোটেও আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, বিয়ের জন্য ধর্মান্তকরণ আবশ্যক নয়। তাই সংবিধানের ২২৬ নম্বর ধারা অনুযায়ী বিষয়টিতে হস্তক্ষেপ করবে না আদালত। এই রায়ের পরই লাভ জিহাদ বিরোধী আইন আনার কথা জানালেন যোগী।

আরও পড়ুনঃ ‘আমরা দাদার অনুগামী’! শুভেন্দুর নামে পোস্টার কান্দিতে, মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব

জৌনপুরে এক সভায় আদিত্যনাথ বলেছেন, ‘‘এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য ধর্ম বদলের প্রয়োজন নেই। লাভ জিহাদ রুখতে কাজ করবে সরকার, আমরা আইন প্রণয়ন করব’’।

আরও পড়ুনঃ গোপন সামরিক তথ্য ফাঁস রুখতে এসএআই তৈরি করল সেনাবাহিনী

এরপরই হুঁশিয়ারির সুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমি তাঁদের সাবধান করছি, যাঁরা পরিচয় গোপন করে আমাদের বোনের সম্মান নিয়ে খেলেন। যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা শুরু হবে’’। যোগীর এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

উল্লেখ্য, লাভ জিহাদের ঘটনা রুখতে গত অগাস্ট মাসে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এরপর বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে লাভ জিহাদের মতো একাধিক ঘটনা। তারপরই এই পদক্ষেপ নেন যোগী আদিত্যনাথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here