নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হাথরাসে দলিত তরুণী ধর্ষিতা হননি, যোগী সরকারের এই বক্তব্য প্রচারের দায়িত্বে মুম্বাইয়ের বেসরকারি জনসংযোগ সংস্থা। দেশের প্রতিটা রাজ্যের নিজস্ব তথ্য দফতর থাকে, সরকারের যে কোনো বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরার জন্য। কিন্তু উলটো রীতি দেখা গেল “আত্মনির্ভর” উত্তরপ্রদেশে।
মুম্বাইয়ের জনসংযোগ সংস্থাকে প্রয়োজন হলো যোগী সরকারের। হাথরাস কান্ডে সরকারের বক্তব্য প্রচার করার জন্য। কার্যত নগদ অর্থ দিয়ে মুম্বাইয়ের পেশাদার ‘কনসেপ্ট পি আর এজেন্সি’-কে এই বরাত দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুনঃ হাথরাসে অভিযুক্তদের সমর্থনে বিক্ষোভ ঠাকুর সম্প্রদায়ের
কনসেপ্ট পি আর সংস্থার তরফ থেকে বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক এবং দেশীয় সাংবাদিকদের কাছে একটি “ক্ল্যারিফিকেশন নোট” পাঠানো হয়। যাতে স্পষ্ট ভাবে লেখা আছে, ওই দলিত তরুণীর সাথে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, ফরেনসিক রিপোর্ট, প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্ট এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ চাপের মুখে যোগী প্রশাসন, হাথরাসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জাতিগত বিদ্বেষ তৈরির যে প্রচেষ্টা চলছে তা অত্যন্ত নিন্দনীয়, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্রকারান্তরে দেশীয় সংবাদমাধ্যম গুলিকে হুমকি দেওয়া হয়েছে যারা মৃতার পরিবার পরিজনের কথা শুনে এই ঘটনাকে ধর্ষণ হিসেবে প্রচার করছেন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলিকে এই ঘটনা থেকে দূরে থাকতেই অনুরোধের সুরে নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584