নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আপনার স্ত্রী চাকরি করে বলে আপনাদের বিবাহবিচ্ছেদ হলে স্ত্রীকে আর খোরপোষ দিতে হবে না। এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনি একদম ভুল ভাবছেন। মহিলাদের আর্থিক স্বাধীনতার সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে রক্ষণাবেক্ষণের দাবীর কোনও সম্পর্ক নেই। তাঁরা স্বাবলম্বী হলেও রক্ষণাবেক্ষণ পেতে পারেন। সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে জানিয়েছে বোম্বে হাই কোর্ট। তাই প্রাক্তন স্ত্রী রোজগেরে হলেও দিতে হবে খোরপোষ।

২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন স্ত্রীকে মাসিক ১৫ হাজার টাকা খোরপোষ দিতে অস্বীকার করে হাইকোর্টে আবেদন জানান পুনের এক ব্যবসায়ী(৫২)। সেই আবেদনের শুনানিতেই এহেন মন্তব্য করেন বোম্বে হাই কোর্টের বিচারপতি এন জে জমাদার।
আরও পড়ুনঃ ভিম অ্যাপ ব্যবহারকারীরা সাবধান!৭০ লক্ষ ভারতীয় গ্রাহকের তথ্য ফাঁস হচ্ছে এই অ্যাপের মাধ্যমে: গবেষণা
আবেদনকারীর যুক্তি, তাঁর প্রাক্তন স্ত্রী বিউটি পার্লার চালান। সেখান থেকে তাঁর ভালো রোজগার হয়। তাই তাঁর মাসিক খোরপোষের দাবী ভিত্তিহীন। শুনানিতে বিচারপতি এন জে জমাদার বলেন, স্ত্রী ব্যবসা সূত্রে আয় করে বলে তাঁর রক্ষণাবেক্ষণের জন্য অর্থ চাওয়ার অধিকার নেই, এই যুক্তি এখানে খাটে না। বিবাহবিচ্ছেদের পর তাঁর অধিকার গুরুত্ব পাবে, আর্থিক সাবলম্বী হওয়া নয়। একথা সাফ জানিয়েছে বোম্বে হাইকোর্ট। শেষপর্যন্ত বিবাহ বিচ্ছিন্নের দাবী করা অর্থের পরিমাণ কমিয়ে মাসিক ১২ হাজারে নির্দিষ্ট করেছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584