শ্যামল রায়, কালনাঃ
এই প্রথম ৪০ বছরের কালনা মহকুমা হাসপাতাল বর্তমানে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত হয়েছে। এই সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন প্রসূতি। তিন সন্তানের মধ্যে দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান।
কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, ওই মহিলার নাম আসমিরা বিবি(২৯)। বাড়ি নাদন ঘাট থানার অন্তর্গত বনপুকুর গ্রামে।
হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে, রবিবার সকালের দিকে ওই মহিলা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ভর্তির পর থেকে আমাদের হাসপাতালের সিস্টার এবং চিকিৎসকরা নরমাল ডেলিভারি করিয়েছেন ওই মহিলাকে। মোট তিন জন শিশুকে জন্ম দিয়েছেন ওই মহিলা। এই ঘটনাটি হাসপাতালের ইতিহাসে প্রথম বলে জানা গিয়েছে। কারণ নরমাল ডেলিভারিতে পূর্বে কখনো এই ধরনের সন্তান-সন্ততি কোন মহিলার হয়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই আরও জানিয়েছেন যে, এই ধরনের ঘটনা ঘটলে আগামীতে বন্ধাত্বকরণের ব্যাপারেও তারা যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন যদি তাদের সম্মতি থাকে।
মা ও শিশুরা সকলেই সুস্থ আছেন। চিকিৎসক এবং নার্সরা সবসময় তাদের উপর নজর রাখছে।
নার্স মনিমালা দাস জানিয়েছেন যে, ওই মহিলা এবং শিশুদের কোন রকম অসুবিধা না হয় তার জন্য তিনি তার সহকর্মীরা সদা সতর্ক রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে এবং এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক মহিলার গর্ভে তিন। সন্তান অবাক করেছে অনেককেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584