ভাস্কর ঘোষ, কান্দিঃ-
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিশ।
এদিন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার কলগ্রাম বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতের নাম হেমন্ত মন্ডল। খড়গ্রাম থানা এলাকায় হরিনারায়ণপুরে তার বাড়ি।ধৃতের কাছে থেকে ১টি ওয়ান সার্টার ও ১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে।
ওই যুবক রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কি কারনে সেখানে ঘোরাঘুরি করছিল তা জানতে তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ।
খড়গ্রাম থানার থানার ওসি বলেন, বুধবার রাতে ওই যুবক ঘোরাঘুরি করছিল। কলগ্রাম বটতলা এলাকা থেকে তাকে ধরা হয়।তার কাছে থেকে ১ টি ওয়ান সার্টার ও ১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কান্দি কোর্টে তোলা হয়েছে।
এদিন রাতে হেমন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে চুরি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ঘোরাঘুরি করছিল বলে মনে করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584