নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের জুমকি ‘ইয়ংস্টার ক্লাব’ এর উদ্যোগে স্থানীয় সভাগৃহে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন মানুষ রক্ত দান করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও সারা শরীর স্যানিটাইজ করে তবেই রক্তদান শিবিরে প্রবেশ করতে দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রত্যেক রক্তদাতাকে সবুজ বাঁচাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা কংগ্রেস ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা
এছাড়াও উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা জুমকি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উদয়শংকর সর, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, জুমকি গ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী পণ্ডিত, এগরা-১ পঞ্চায়েত সমিতির সদস্য ইতিশ চন্দ্র দে, স্থানীয় পঞ্চায়েত সদস্য সরোজ কুমার সাউ ও সুব্রত সাউ, বিশিষ্ট শিক্ষক রাজকুমার দুয়ারী ও সমাজসেবী বাবুল সাহা প্রমুখ৷ আয়োজক সংস্থার সভাপতি গৌতম সাউ ও সম্পাদক দীপঙ্কর মিশ্র – সহ অনান্য বিশিষ্ট অতিথি বৃন্দও উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের মূল উদোক্তা ও জেলা পরিষদের সদস্য উত্তম বারিক বলেন, “বর্তমান পরিস্থতির কথা মাথায় রেখে আজকে এই শিবিরের আয়োজন।সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে এই শিবিরের আয়োজন করেছি।মুখে মাস্ক বাধ্যতামূলক ছিল।হোল বডি স্যানিটাইজ করে তবেই এই শিবিরে প্রবেশ করানো হয়।প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584