নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন একে একে কলকাতায় সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলার গর্ব মমতা প্রোগ্রামের সূচনা করেন।
সেই মতো প্রতিটি বিধানসভায় মোট ৭৫ দিনের কর্মসূচি পালনের ঘোষণা করা হয়। প্রথমে কর্মী সম্মেলন ও জলযোগে যোগাযোগ, কয়েক দিন আগে সব করলেন। আজ ১৫ই মার্চ ছিল প্রবীণ দলীয় কর্মীদের সংবর্ধনা জানানোর দিন। সেই মতো অনুষ্ঠান হলো কিন্তু সেখানে প্রবীণরা নবীনদের কাছে কোনো যায়গা পেলেন না।
ঘটনাটি ঘটেছে জলঙ্গী বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরিফ বিল্লাহকেও সংবর্ধনা দূরের কথা তাকে জানানোই হলোনা আজকের অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ ‘…নারীর বুকে হাত দেওয়া যৌন হেনস্থা নয়’ – দাবি সুলগ্নার
প্রাক্তন সভাপতি বলেন যে আমাকে কেও কিছু বলেনি বা আমিও জানিনা।আমার পরে সভাপতি হবার পর থেকেই নিজের মতো করে অঞ্চল সভাপতি নিয়োগ করছেন। আমাদেরকে কোনো গুরুত্ব দেই না আমি মাদার কমিটির বর্তমান মেম্বার আছি তবুও কোনো অনুষ্ঠানের জন্য ডাকেননা বা জানাননা। এই বিষয়ে আমি জেলা নেতৃত্বকে জানাবো।
অন্য দিকে আরিফ বিল্লাহর সময়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন বা আছেন তাদের কাও কেই এদিন ডাকা হলো না। প্রাক্তন অঞ্চল সভাপতিদের কেও। তাদের বক্তব্য নেত্রীর নির্দেশও কেনো আমরা দলে গুরুত্ব পাচ্ছিনা।
মূলত গোষ্ঠী দ্বন্দ্ব চলছে বলেই মনে করাহচ্ছে।নতুনের কাছে পূরণের কোনো গুরুত্ব নেই নেত্রী যতই বলুক না কেন ।সংবর্ধনা দূরের কথা তাদের কে ডাকাই হলো না অনুষ্ঠানে ।এই ঘটনায় মুখ খুললেন বিভিন্ন রাজনৈতিক নেতাগণ।
যাদের এদিন ডাকা হলোনা জেলাপরিষদের মেম্বার ইকবাল আহমেদ বুলগা,পঞ্চায়েত সমিতির মেম্বার মিলন,পঞ্চায়েত সমিতির মেম্বার তুজাম, প্রাক্তন জেলাপরিষদের মেম্বার ইকবাল আহমেদ বুলগা,পঞ্চায়েত সমিতির মেম্বার মিলন,পঞ্চায়েত সমিতির মেম্বার তুজাম,প্রাক্তন ব্লক সভাপতি মাসুম আহমেদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584