নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহরমের তাজিয়া দেখতে গিয়ে খুন যুবক। এদিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর থেকে কুরবান খাঁ (৩৭) নামে ওই যুবকের থেঁতলানো দেহ উদ্ধার হয়। গত রাতে তিনি মহরমের তাজিয়া দেখতে বেরিয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কুরবান খা’র স্ত্রী গাজিয়া বিবি জানিয়েছেন, তার স্বামী গতকাল রাতে মহরমের তাজিয়া দেখতে বাড়ি থেকে বের হয়। জানা যায়, সাগরপুর থেকে বৈকন্ঠপুর হাট গাছিয়া যায় সেখানে ভরতপুর সাগরপুরের তাজিয়া দেখে ফেরার পথে কিছু মানুষের সাথে বচসায় জড়িয়ে পড়ে কুরবান বলে জানা যায়। এরপর ব্যাপক মারধর করে কুরবানকে। আজ ভোরে এলাকার মানুষ রক্তাক্ত অবস্থায় এটিএমের সামনে পড়ে থাকতে দেখ কুরবানের দেহ। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মুখে ছুরি, চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।রাতে যেখানে তাঁকে মারধর করতে দেখেছিলেন অনেকে সেখান থেকে এটিএম কাউন্টার পর্যন্ত রক্তের দাগ রয়েছে। এলাকার মানুষের অনুমান মারতে মারতে এটিএমের সামনে নিয়ে আসে তাঁকে, তারপর খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। কেন খুন করা হল তা পুলিশ খতিয়ে দেখছে। সাগরপুর বাজারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584