নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পরিযায়ী শ্রমিকদের জন্য ২০০ দিনের কাজের দাবি তুলল যুব কংগ্রেস।
এদিন দরিদ্র ও অসহায় মানুষদের জন্য একগুচ্ছ দাবি নিয়ে রায়গঞ্জের বিডিও-র দ্বারস্থ হল যুব কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কমিটির সদস্যরা। যুব কংগ্রেসের পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত দাবিপত্র জমা দেন তারা।
সংগঠনের রায়গঞ্জ বিধানসভার দায়িত্ব প্রাপ্ত সভাপতি সৌভিক রায় জানান, ‘মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে ২০০ দিনের কাজের গ্যারান্টি সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মচ্যুত হয়ে বাড়িতে ফিরে আসা প্রতিটি পরিযায়ী শ্রমিকদের খুব তাড়াতাড়ি জব কার্ড দিতে হবে এবং তাদের কাজে নিযুক্ত করতে হবে।
আরও পড়ুনঃ শ্রমিক স্পেশাল ট্রেনে জন্ম শিশুর, নবজাতকের পরিবারকে উপহার দেবে রেল
প্রকল্পের কাজ দেওয়ার ক্ষেত্রে দলবাজি না করে প্রকৃত শ্রমিককে কাজে নিযুক্ত করা, পুরনো কার্ড সহ সকল রেশন কার্ড উপভোক্তারকে রেশন দান এবং আমপানে ক্ষতিগ্রস্ত কৃষি ও সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতার দাবি জানানো হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584