পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আজ সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতি ঘাটে ছট পুজো করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অমিত পাশওয়ান(২৩)। জানা যায় আজ সকালের দিকে যখন ছট পূজা হচ্ছিল। ঠিক তখন সে জলে নেমে ছট পুজোর নারকেল তুলতে যায়। আর সেই সময়েই আচমকা সে জলে ডুবে যায়।

এরপর এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য দেখা যায় কালিয়াগঞ্জ শহরে। ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, তৃণমূল নেতা অসীম ঘোষ, তৃণমূল কংগ্রেসের এবারের বিধানসভার প্রার্থী তপন সিংহ-সহ হাজার হাজার মানুষ।

এদিকে এখনও পর্যন্ত অমিত পাসোয়ানের দেহ নদী থেকে উদ্ধার না হওয়ায় রায়গঞ্জ থেকে ডুবুরি আনা হয়। অনেকক্ষণ ধরে ডুবুরি দিয়ে নদীতে তল্লাশি চালানোর পরেও তার দেহ উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার কার্য এখনও চলছে। তবে পৌরপতির তৎপরতায় রায়গঞ্জ থেকে ডুবুরি আনায় সন্তুষ্ট এলাকার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584