শিলিগুড়িতে ভূমিকম্পের বলি এক যুবক,শোকের ছায়া এলাকায়

0
75

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাজ্যে সহ বেশ কিছু জেলা।জানা গেছে অসমের কোকরাঝাড়ে উৎপত্তিস্থল ছিল। ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার ভেতরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫।এর ফলে আতঙ্কিত হয়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসেন মানুষজন।ঠিক সেই সময় ভূমিকম্পের আতঙ্কে ঘর থেকে বেরোতে গিয়ে মৃত হল শিলিগুড়ি এক যুবকের।মৃতের নাম সম্রাট দাস(২২)।

নিজস্ব চিত্র

শিলিগুড়ির শান্তিনগর এলাকার বাসিন্দা ছিল সে। চলতি শিক্ষাবর্ষে মুর্শিদাবাদ বি এড কলেজের ফাইনার ইয়ারের পড়ুয়া ছিল সে।বেশ কয়েকদিন আগে ছুটিতে মুর্শিদাবাদ থেকে বাড়ি আসে।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে এদিন সকালে ভূমিকম্পের সময় বাড়ির দোতলায় ছিলেন সম্রাট।ভূমিকম্পের সময় নিচে নামছিলেন।এরপর মাঝেতেই পরে যায় এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় সম্রাট।কিছুক্ষণ বাদে ফের জ্ঞান আসে। কিন্তু কোনও কথা বলতে পারেনি।এরপর সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে চিকিৎসকদের প্রাথমিক অনুমান,পড়ে গিয়ে মাথায় চোট পান সম্রাট।তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

আরও পড়ুনঃ আলিপুর দুয়ারে মৃদু ভূকম্পন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here