সুদীপ পাল,বর্ধমানঃ
অভাবের সংসারে পরিবারের জন্য মোটা ভাত কাপড়ের অভাব মেটাতে গলসির মনিরুদ্দিন শেখ পাড়ি দিয়েছিল বিদেশ। কথা ছিল নির্মাণকর্মীর কাজ দেওয়ার কিন্তু বিধিবাম নির্মাণকর্মীর কাজ দেওয়ার বদলে ভেড়া চড়াতে হচ্ছে তাঁকে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের গলসির খেতুড়া গ্রামের বাসিন্দা মনিরুদ্দিন শেখকে সৌদি আরবে নির্মাণকর্মীর কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কয়েকদিন পর থেকেই দেখা যায় বেতন তো দূর অস্ত, খাওয়া-দাওয়াই মিলছে না। নির্মাণ কাজ নয় তাঁকে বলা হয়েছে মরুভূমিতে ভেড়া চড়াতে হবে। মারধর করা হচ্ছে নিয়মিত। এখন স্বামীকে দেশে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী জাহানারা বেগম শেখ। মনিরুদ্দিনের স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।
এছাড়াও বাড়িতে তাঁর বিধবা মা, ভাই ও তাঁর পরিবার রয়েছে। জাহানারা জানান, এলাকার বাসিন্দা চাঁদ শেখ সৌদি আরবে ইজাহার নামে একজনকে ফোন করে কাজে পাঠায় মনিরুদ্দিনকে।এখন চাঁদ শেখ ফেরার।মনিরুদ্দিনের পাসপোর্ট কেড়ে নিয়েছে দালাল। দাবি করছে ভারতীয় মুদ্রায় আশি হাজার টাকা। গলসি ২ বিডিও-র কাছে লিখিতভাবে সাহায্য চেয়ে মনিরুদ্দিনকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আর্জি জানিয়েছে পরিবার। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584