করোনা নিয়ে সচেতনতা প্রচারে গ্রামের যুবক

0
93

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারিতে পরিণত হয়েছে। সরকার, পুলিশ-প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, থেকে শুরু করে সেলিব্রিটিদের এই মহামারী ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে একটাই বার্তা, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এটাই শেষ নয়, সাধারণ মানুষদের সচেতন করতে গাওয়া হচ্ছে গান। সেইসঙ্গে হচ্ছে নাটক, গল্প, কবিতা আবৃতিও।

youths | newsfront.co
সচেতনতা প্রচার। নিজস্ব চিত্র

এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে সচেতন করতে রাস্তায় নেমেছেন। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার জনকল্যাণের স্বার্থে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ছাড়ের ব্যবস্থা করেছেন। বাধ্যতামূলক করেছেন কয়েকটি বিষয়ের উপর। গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো ধৈর্য্য হারিয়ে পেটের দায়ে নিজেরা দৈনন্দিন কাজে যুক্ত হচ্ছে।

আরও পড়ুনঃ রাজস্থান থেকে মুর্শিদাবাদে ফিরল পড়ুয়ারা

লকডাউন উপেক্ষা করে সোশ্যাল ডিসটেন্সিং না মেনে নিজেদের কাজে বেড়িয়ে পড়ছেন রাজ্যের রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম অঞ্চলের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চকচাঁদপোতা গ্রামের কয়েকজন যুবক অসহায় মানুষদের দান সামগ্রী, দেওয়াল ও রোড লিখন থেকে শুরু করে‌ বাড়ি বাড়ি প্রচার করছে। পথ চলতি মানুষের হাতে তুলে দিচ্ছেন ১৫০টি সাবান, মাস্ক ও হ্যান্ডবিল। তাদের পাশে দাঁড়িয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্য ও সহ বিশিষ্ট মানুষজন।

শ্রীকৃষ্ণ মাইতি বলেন, গ্রাম অঞ্চলের মানুষদের সচেতন বেশি করে হতে হবে। গ্রামে অঞ্চলের একজনের হতে শুরু করলে তা দ্রুততার সঙ্গে এলাকার ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, আমরা সচেতন করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং অসহায়দের দান সামগ্রী দিচ্ছি। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও থাকব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here