ইউটিউবের সিলভার প্লে বটনে সম্মানিত আলিপুরদুয়ারের শুভঙ্কর

0
131

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

youtube Respect to subhankar
সম্মান পদক হাতে শুভঙ্কর দেবনাথ।নিজস্ব চিত্র

ইউটিউবের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার বারবিশার বাসিন্দা শুভঙ্কর দেবনাথকে সিলভার প্লে বটন পাঠিয়ে সম্মানিত করা হল তার ব্যক্তিগত উদ্যোগে তৈরি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্য এক লক্ষ স্পর্শ করায়।

youtube Respect to subhankar
স্মারক লিপি।নিজস্ব চিত্র

শুরুটা বছর দুয়েক আগে,সম্বল বলতে একটি স্মার্ট ফোন,আর ছিল মানুষের জন্য ভালো কিছু করার একটা প্রবনতা।তার সেই ইউটিউব চ্যানেলের সূচনা।

youtube Respect to subhankar
পরিবারের সাথে সফলতা উদযাপন।নিজস্ব চিত্র

অল্প বয়সীদের প্রয়োজনকে মাথায় রেখে সেই অনুযায়ী নির্মিত ভিডিও আপলোড করে চলে সে তার এই ইউটিউব চ্যানেলে।যেখানে ভিডিও দিতে দিতে তার ফলোয়ার সংখ্যা বৃদ্ধি হয়।মানুষ প্রয়োজনের তাগিদেই তার চ্যানেল ফলো করে যা আজকে তাকে একজন সফক ইউটিউবার করে তুলেছে।

আরও পড়ুনঃ ভিন্ন ধারার গবেষণায় সম্মানিত ডঃ তাপস পাল

তার এই সাফল্যকে সম্মানিত করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউব আমেরিকা থেকে সিলভার প্লে বটন পাঠিয়ে দেয় তার ঠিকানায় দেয় একটি স্মারকলিপিও। ইউটিউবের সিইও সেই স্মারক লিপিতে জানায়,সে একজন সার্থক ইউটিউবারের তালিকাভুক্ত।

শুভঙ্কর জানান,”দেখুন মানুষের জন্য ভালো কিছু করতে চাই আর এই প্রবনতাটা আমার বেশ ছোটো বেলা থেকেই ছিল।মাধ্যমিক পাশ করার পরে থেকেই প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হতে লাগলাম,বিভিন্ন চাকরির সঠিক খবর সঠিক সময়ে পেতাম না।

অনেক সময় দেখা গেছে যখন খবরটা পেলাম তার দুই/একদিন আগেই আবেদনের অন্তিম সময় চলে গেছে।তাই তখন থেকেই ভাবতাম, মানুষের জন্য,বেকার কর্মপ্রার্থী ছেলে/মেয়েদের জন্য চাকরি সংক্রান্ত ও বিভিন্ন দরকারি তথ্য সঠিক সময়ে সঠিক ভাবে যেনো পৌছাতে পারে,তার জন্য আমি ইউটিউবকেই বেছে নিই।আমি একটি ইউটিউব চ্যানেল খুলি এর মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা মূলক ভিডিও তৈরি করে প্রকাশ করি,এবং মানুষের খুব ভালো সাড়া পাই।”

উল্লেখ্য,ছোটবেলা থেকেই শুভঙ্কর ইন্টারনেট,মোবাইল ও কম্পিটারের প্রতি বিশেষ ভালোবাসা ছিলো তার।আর সেই সময় থেকেই সে জনপ্রিয় হয়ে ওঠে এলাকায় এলাকায় বারবিশা।বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও তৈরি করত শুভঙ্কর সরকারি/বে-সরকারি চাকরির খোঁজ-খবর এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্যাবলি, তার পাশাপাশি দিনের বাছাই করা বিভিন্ন গুরুত্বপুর্ন তথ্যের ভিডিও বানিয়ে ধারাবাহিক ভাবে অনলাইন মারফৎ ইউটিউবে আপোলড করতে থাকে।

তার এই সাফল্যের জন্য তার পরিবারের লোকজন খুবই খুশি এবং তার এই কৃতিত্বের জন্য এলাকাবাসীও খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here