মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ছোট্ট ছোট্ট পায়ে সারা বিমানবন্দর ঘুরে দেখল পরিচালক রাজ চক্রবর্তীর ছেলে ইউভান। আর পেছন পেছন ছুটলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য এমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। সূত্র মারফৎ জানা গেছে পুজোর আগেই বিদেশযাত্রা এই টলিউড জুটির। রাজ-শুভশ্রীর এই ট্যুরের গন্তব্য মালদ্বীপ। তারকা পুত্র ইউভানের এটা প্রথম বিদেশযাত্রা।

দিন কয়েক আগেই পুরী বেড়াতে গিয়েছিল ইউভান। প্রথম বার সমুদ্র দেখেছিল সে। সেই ছবি শেয়ার করেছিলেন বাবা-মা’ও। এবার তাদের গন্তব্য মালদ্বীপ। সৈকতে যাওয়ার আগে বিমান বন্দরে দেখা গেল মা আর ছেলেকে। মঙ্গলবার যে ভিডিওটি রাজ পোস্ট করেন, তাতে শুভশ্রী ও ইউভান দু’জনেই কালো পোশাক পরেছিলেন।
আরও পড়ুনঃ বলিউডে পা রাখলেন ‘মানিকে মাগে হিথে’র গায়িকা ইয়োহানি, শেয়ার করলেন ভিডিও
২০২০-র ১২ সেপ্টেম্বর রাজ পরিবার আলো করে জন্ম নেয় ইউভান। কিছুদিন আগেই তার ১ বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে দিব্যি হাঁটতে শিখেছে রাজপুত্র। প্রথমবার বিমানবন্দরে গেছে ইউভান। তাই গোটা বিমানবন্দর ঘুরে বেড়িয়েছে একরত্তি। তাও আবার নিজের পায়ে হেঁটে হেঁটেই। বিমানবন্দরে তাকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে শুভশ্রীকে। মাতৃত্বের এই পরিশ্রম অবশ্য অভিনেত্রী দারুণ উপভোগ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584