নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জি ফাইভের ওয়েব সিরিজগুলি ধীরে ধীরে স্মার্টফোনের গন্ডি অতিক্রম করে সিনেমাহলে পাড়ি দিচ্ছে। একের পর এক সিরিজগুলির স্পেশাল স্ক্রিনিং করছে চ্যানেল। গতকাল ‘কর্কট রোগ’-এর পাশাপাশি হয়ে গেল ‘জাজমেন্ট ডে’-র স্পেশাল স্ক্রিনিংও। হাজির ছিলেন ছবির কলাকুশলী-সহ অন্যান্যরাও।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে হাজির ‘অতৃপ্ত আত্মা’র হাতছানি
পরিচালক অয়ন চক্রবর্তী সাম্প্রতিককালের সামাজিক পরিস্থিতিটিকে খুব দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন ‘জাজমেন্ট ডে’তে। অধিকাংশ মানুষ ধর্ষণের কারণ হিসেবে একজন নির্যাতিতাকেই বেশি দায়ী করে থাকে। নির্যাতিতার পোশাক, চলন, বলন নিয়ে নানা কথা বলা হয়।
আরও পড়ুনঃ গলায় মাণিক্য, কড়াপাক-এর প্রোমোশনে পায়েল সরকার
কিন্তু একটা সহজ বিষয় সমাজ বোঝে না যে বয়স, পোশাক, শরীরী ভাষা এগুলো ধর্ষকের নির্যাতন করার একটা অজুহাত মাত্র। ধর্ষণ আসলে এক কঠিন ব্যাধি, যা অশিক্ষা এবং অসুস্থতা থেকে ছড়ায়।
উত্তরবঙ্গের মেয়ে হিয়া মিত্র রক ব্যান্ডের গায়িকা। কলকাতায় এসে গণধর্ষণের শিকার হয়। তার বোন দিয়া মিত্র, দিদির বিচার পেতে লড়াই চালিয়ে যায়। এই যাত্রায় তাকে সঙ্গ দেয় এসিপি জাভেদ খান। শেষ পর্যন্ত হিয়া সঠিক বিচার পায় কি না, তা জানতেই দেখতে হবে এই ওয়েব সিরিজটি।
বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই এসেছে এই সিরিজ। দশটি এপিসোডে দেখানো জবে ‘জাজমেন্ট ডে’। শুরু হয়েছে স্ট্রিমিং। হিয়া মিত্র’র চরিত্রে মধুমিতা সরকার, দিয়া মিত্র’র চরিত্রে সোহিনী সরকার, এসিপি’র চরিত্রে অভিষেক সিং। এ ছাড়াও রয়েছেন কৌশিক সেন, রণজয়, মৈনাক ব্যানার্জি-সহ আরও অনেকে।
স্পেশাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন সোহিনী সরকার, মধুমিতা সরকার, অভিষেক সিং, রণজয়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম-সহ আরও অনেকে। রীতিমতো চাঁদের হাট বসেছিল লন্ডন প্যারিসে আয়োজিত ‘জাজমেন্ট ডে’-র স্পেশাল স্ক্রিনিং-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584