শ্যামল রায়,হুগলিঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ঘিরে জিরাট এ বিভিন্ন পূজা মন্ডপে এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতি ছিল এবছর।
জিরাট রেলস্টেশন দুর্গাপুজো জিরাট আদি বারোয়ারি পুজো কমিটির মন্ডপে এবং জিরাট কলোনি বাজার সার্বজনীন দুর্গোৎসব মন্ডপে উপস্থিত ছিলেন এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী।চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য সুপরিচিতি অভিনেতা অভিনেত্রীদের তালিকায় ছিলেন শ্রীলেখা মিত্র মিমি চক্রবর্তী বনি সেনগুপ্ত কৌশালী মুখার্জী শুভশ্রী ও ঝুমা ঘোষ।প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখতে মানুষের ঢল নেমেছিল। ঢল সামাল দিতে পুলিশকে অনেক সময় হিমশিম খেতে হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীম মাঝি হুগলি জেলা সহ সভাপতি সুমনা সরকার সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা।
জিরাট এলাকা জুড়ে এতটাই দুর্গা পুজোর প্রভাব চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা। চোখ ধাঁধানো প্যান্ডেল আর সুন্দর প্রতিমা দেখতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এক ঝাঁক অভিনেত্রীদের বক্তব্য একটি গ্রামীণ পরিবেশ এর মধ্যে দিয়ে এতটা সুন্দর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এখানে না আসলে তারা বুঝতে পারতেন না বলে দাবি। পুজোর উদ্বোধনে ছিলেন ওই সমস্ত অভিনেত্রীরা।সেই সাথে জিরাট আদি বারোয়ারি কমিটি পরিচালিত দুর্গা পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঝুমা ঘোষ। উদ্বোধনে শুভশ্রী।তাই এক কথায় বলা যেতে পারে জিরাটে অনুষ্ঠিত দূর্গ পূজো মন্ডপে এক ঝাঁক অভিনেত্রীদের নক্ষত্র সমাবেশ ঘটেছিল।
আমরা জেনে আসছি দূর্গপুজো মানেই নদীয়ার বাদকুল্লা সহ কলকাতা কিন্তু এবারে হার মানালো জিরাট এর দুর্গাপুজো। এমনটাই দাবি জিরাট দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের।
আগামী দিন এইরকম দুর্গোৎসবে ফের আসবেন অভিনেত্রীরা এমনটাই জানিয়ে দিয়েছেন দর্শনার্থীদের কাছে।ঝুমা ঘোষ জানিয়েছেন যে গ্রামীণ পরিবেশ এর মধ্যে দিয়ে এতটা সুন্দর সুন্দর প্যান্ডেল এবং সুন্দর দুর্গা মূর্তি খুব কমই দেখা যায় তিনি এই সব অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বলে দাবি করেছেন।
আরও পড়ুনঃ #মিটু’র অভিযোগ খন্ডন রাজপুতের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584