‘দূরবীন’ পত্রিকার ১১ তম সংখ্যা প্রকাশ সালার থানায়

0
137

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

শনিবার সালার থানার সাব ইন্সপেক্টর গৌতম সরকার হাত দিয়ে প্রকাশিত হল ‘দূরবীন’ পত্রিকার ১১ তম সংখ্যা।এ-বছর ‘দূরবীন’ পত্রিকা পঞ্চম বর্ষে পদার্পণ করল। সালারে সাহিত্য-চর্চার অভাব দূরীকরণের উদ্দেশ্যে এবং নবীন লেখকদের উৎসাহ ও সুযোগ দেওয়ার জন্য, ২০১৭ সালের ১৫-ই আগস্ট ‘দূরবীন’ পত্রিকার যাত্রা শুরু।

Salar Police station
নিজস্ব চিত্র

দূরবীনের এই ১১ তম সংখ্যায় ১১ সংখ্যাটি বারবার ব্যবহার করা হয়েছে, তা পাঠক পৃষ্ঠা উল্টোলেই অনুভব করতে পারবে। পত্রিকা প্রকাশের জন্য আজকের বিশেষ তারিখটি হল- ২১ শতাব্দীর ২১ সালের ২১ আগস্ট।

পত্রিকার সম্পাদক প্রিন্স খন্দেকার ব্যক্তিগত কারনে উত্তরবঙ্গে, সহসম্পাদক ইমামুল হক এবং পত্রিকার অন্য কয়েকজন সদস্য উপস্থিত থেকে, সাব-ইন্সপেক্টর গৌতম সরকার হাত দিয়ে আজ পত্রিকা প্রকাশ করেন।
নব সংখ্যায় বিভিন্ন গ্রাম-জেলা-রাজ্য ও দেশের কবিদের লেখা কবিতা রয়েছে পত্রিকায়।

আরও পড়ুনঃ জাগো বাংলায় লেখার জেরে সাসপেন্ড প্রয়াত সিপিআইএম নেতার মেয়ে অজন্তা বিশ্বাস

এছাড়া প্রবন্ধ, গল্প, প্যালিনড্রোম, চিত্রকলা, আলোকচিত্র ইত্যাদি রয়েছে পত্রিকায়। সাধারণত বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্তি ছেড়ে বইয়ের প্রতি আগ্রহ ও ভারতীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতি আকর্ষণ তৈরি করা দূরবীন এর আসল উদেশ্য।

আরও পড়ুনঃ সালারে বৃষ্টিকে উপেক্ষা করে দুয়ারে সরকারে চোখে পড়ার মতো মহিলাদের উপস্থিতি

এবার দূরবীনের বিশেষ আকর্ষণ– বিশ্বের ৬ টি মহাদেশের কবিতা রয়েছে পত্রিকায়। আরো কি কি চমক রয়েছে তা জানতে, পাঠকদের বিশেষ করে নবপ্রজন্ম দের চোখ রাখতে হবে ‘দূরবীন’-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here