নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুকনা জেলায় ২০১৭ সালে মাওবাদীদের হাতে ২৫ জন সিআরপিএফ-এর হত্যার ঘটনায় আটক ১২১ জন আদিবাসীকে শুক্রবার মুক্তি দিল ছত্তিশগড় আদালত। ২৪ এপ্রিল ২০১৭,বস্তারের সুকমা জেলার বুরকাপাল এলাকায় মাওবাদী আক্রমণে প্রাণ হারান তাঁরা। আহত এক জওয়ান অভিযোগ তোলেন এই ঘটনায় মাওবাদিদের সাহায্য করেছিল স্থানীয় গ্রামবাসীরা। সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের হয়। সেই মামলা থেকে তাঁদের মুক্তি দিল আদালত।
শুক্রবার, এনআইএ-র বিশেষ আদালতে বিচারপতি দীপক কুমার দেশলহরে তাঁর পর্যবেক্ষণে বলেন, এই ঘটনায় অভিযুক্তদের মাওবাদিযোগ বা অভিযুক্তদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ কোনটাই দিতে পারেনি এনআইএ, এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। পাশাপাশি বিচারপতি এও বলেন যে এনআইএ অভিযুক্ত আদিবাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারেরও কোন প্রমাণ দিতে পারেনি।
আরও পড়ুনঃ সমাজকর্মী হিমাংশু কুমার জানালেন,”জানি জেল হবে কিন্তু জরিমানা দেওয়ার অর্থ আমি ভুল করেছি।“
অভিযুক্তদের আইনজীবী জানান, এক মহিলা সহ নিরীহ আদিবাসীদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয় ২০১৭ সালে, আর বাকিদের ২০১৮ ও ২০১৯ সালে। এরা সকলেই মূলত বুরকাপাল, গোন্ডাপাল্লি, চিন্তাগুফা, তাড়মেটলা ও টোঙ্গুড়া গ্রামের বাসিন্দা। UAPA ছাড়াও সংঘর্ষ, খুন, খুনের চেষ্টা , অবৈধ অস্ত্র ও অপরাধ মূলক ষড়যন্ত্র , ডাকাতি সহ বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছিল তাঁদের বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584