বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলে যোগদান জলঙ্গির সাগরপাড়ায়

0
120

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:

বৃষ্টিকে উপেক্ষা করে, জলঙ্গি ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ফিরোজ আহমেদ, জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক এবং মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ প্রতিম সরকার, জলঙ্গি ব্লকের উত্তর জনের যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন-এর নেতৃত্বে সাগরপাড়া বাজার কংগ্রেসের ইউনিয়নের ২৫০ জন ট্রাক ডাইভার শ্রমিক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসেরযোগদান করলেন।

TMC
তৃণমূলে যোগদান। নিজস্ব চিত্র

এদিন বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেই কাজ ও উন্নয়ন দেখে তৃণমূলের ছায়া তলে আসতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেস ছাড়া আগামী দিনে কোনো দল থাকবে না।

ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ফিরোজ আহমেদ বলেন যে জেলা সভাপতি ও বিধায়কের উপস্থিতিতে কংগ্রেস থেকে তৃণমূলের পতাকা ধরলেন প্রায় ২৫০ কর্মী সমর্থক গণ। এই যোগদান আগামী দিনে তৃণমূলের আরো শক্তি বৃদ্ধি করবে বলে মনে করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থক গণ।

আরও পড়ুনঃ চোর সন্দেহে শিক্ষককে বেধড়ক মারধর, ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল কাউন্সিলর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here