কবীর হোসেইন, মুর্শিদাবাদ:
দীর্ঘ দিনের দাবদাহের পরে শুক্রবার জেলায় জেলায় কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে। মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন অঞ্চলে এদিন দেখা পাওয়া গিয়েছে কালবৈশাখীর।
শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে সালার ব্লকে বিভিন্ন অঞ্চলে বাড়ি ভেঙ্গে পড়ে আহত সাত। কালবৈশাখীর দাপটে বাড়ির করোগেটেড টিন উড়ে গিয়ে ও গাছ ভেঙে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া সালারে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয় বলেও খবর।
এদিনের ঝড়ে বিদ্যুৎ এর খুঁটি উপড়ে গিয়েছে কিছু জায়গায়। পাশাপাশি তার ছিঁড়ে বিদ্যুত পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়। এ দিনের ঝড়ে তালিবপুর সরমস্ত গ্রাম শিমুলিয়া অঞ্চলে মোট সাতজন আহত হন ।স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ
কান্দিতে বাড়ি ভেঙে ঢুকে গেল দুধের লরি, মৃত্যু এক মহিলার
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584