শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনেও যে করোনার ঝোড়ো ইনিংস দমানো যাচ্ছেনা, তার ইঙ্গিত মিলেছে গতকাল আর আজ দক্ষিণ দিনাজপুর জেলা সহ সারা রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাতে।
দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আরও ৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি জেলায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ তে। এদিনের ৯৫ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫৮ জন। জেলায় আক্রান্তদের মধ্যে ১০৪১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিনের ৯৫ জন আক্রান্তের মধ্যে বালুরঘাট শহরের ১০ জন রয়েছেন। বাদবাকি জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী
পাশাপাশি করোনা মোকাবিলা নিয়ে সরকারের সচেতনতার এত প্রচার চালানো সত্ত্বেও এখনও রাস্তাঘাটে, বাজারে মানুষকে মাস্ক বিহীন ও অকারণে বাড়ির বাইরে ঘুরতে দেখা যাচ্ছে। তাই হয়তো করোনা তার ঝোড়ো ইনিংস খেলে যেতে পারছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584