কেমন রয়েছে মাইতি পরিবার, খোঁজ নেয়নি কোন জনপ্রতিনিধি

0
38

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

amphan affected area | newsfront.co
বর্তমান বাসস্থান। নিজস্ব চিত্র

গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মৌশারারি গ্রামে ত্রিপল দেওয়া এক কামরার ঘরে বাস করছেন দিবস মাইতি। বৃদ্ধা মা প্রমীলা মাইতি, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকেন তিনি। বঙ্গোপসাগরের তটে কোন ক্রমে বসবাস করে থাকছেন তারা। আমপান সর্বশান্ত করে দিয়েছে তাদের। প্রবল ঝড়ে সর্বশান্ত করেছে মাইতি পরিবারকে।

amphan | newsfront.co
ঝড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ি। নিজস্ব চিত্র
cyclone affected | newsfront.co
নিজস্ব চিত্র

করোনায় একদিকে অর্থ সংকট। অন্যদিকে আমপান শেষ করেছে তাদের জনজীবন। সমুদ্রে ট্রলার নামাতে পারছেনা দিবস মাইতি। ফলে যে টুকু সঞ্চয় রয়েছে তা দিয়েই কোন রকমে চলছে সংসার। দেখা মেলেনি কোন জন প্রতিনিধিদের। আসেননি প্রশাসনিক কর্তারাও।

old woman | newsfront.co
নিজস্ব চিত্র

বুলবুলের ক্ষত ভুলতে না ভুলতেই আমপানে শেষ তাদের সংসার। ভাঙা সংসার জোড়া লাগাতে ঈশ্বরই ভরসা মাইতি পরিবারের। নেই আনন্দ, নেই উল্লাশ ; রয়েছে শুধু ক্ষোভ সঙ্গে অভিযোগ।

আরও পড়ুনঃ বিদ্যুৎ বিল মকুবের দাবিতে আন্দোলনে কংগ্রেস

Dibas Maity | newsfront.co
দিবস মাইতি। নিজস্ব চিত্র

ভোটের আগে বারংবার আসা বিধায়কেরও দেখা মেলেনি এই দুর্যোগের সময়, বলে অভিযোগ। ত্রান তো দূরের কথা মাইতি পরিবার কি ভাবে রয়েছে তারও খোঁজ নেননি গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে প্রধান । সরকারি সহযোগিতার কথা বলেছে ঠিকই, কিন্তু কতটা পাবে তা নিয়ে সংশয় রয়েছে সকলের মনেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here