রায়গঞ্জের আইসোলেশন থেকে পালানোর চেষ্টা, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধরা পড়লেন ব্যক্তি

0
47

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনার উপর্সগ দেখা দেওয়ায় আইসোলেশনে থাকা এক ব্যক্তি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করতেই কর্তব্যরত কর্মীর হাতে ধরা পরে যান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ ও দমকল কর্মীদের প্রচেষ্টায় ফের আইসোলেশন ওয়ার্ডে ফিরিয়ে আনা হয় তাঁকে ।

isolation patient | newsfront.co
পালানোর সময় পাকড়াও রোগী। নিজস্ব চিত্র

জানা যায়, উত্তরপ্রদেশের সুলতানপুরের ওই বাসিন্দা । কর্ম সূত্রে রায়গঞ্জে এসে লকডাউন ঘোষণার পর আর ফিরতে পারেননি । এরই মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে আইসোলেশনে পাঠানো হয় । এমনকি রাখা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে । সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

আরও পড়ুনঃ  চা-বাগিচা খোলার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের

তবে শুক্রবার রাতে হঠাৎই দ্বিতীয় তলার ওয়ার্ড থেকে বেরিয়ে কার্নিশ ধরে পালানোর চেষ্টা করেন তিনি । সেই সময় হাসপাতালে থাকা নিরাপত্তা রক্ষীরা দেখতে পেয়ে দমকল ও পুলিশে খবর দেন, এবং কিছুক্ষুন চলার পর দমকলকর্মী ও পুলিশের প্রচেষ্টায় তাঁকে কার্নিশ থেকে নামানো হয় বলে জানা গেছে।

তিনি বাইরের রাজ্য থেকে আসায় এমনিতেই কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু ওকে বোঝানো হয়েছিল, আইসোলেশনে থাকার সময়সীমা ওর প্রায় শেষ হয়ে গেছে । কিন্তু কিছু স্বাস্থ্য পরীক্ষা করে কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ।কিন্তু তিনি সেই কথা না মেনে শুক্রবার রাতে পালানোর চেষ্টা করলে ধরা পড়ে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here