শহরে সত্যজিৎ-সৌমিত্র স্মরণ

0
140

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী এবং সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে কলকাতার আই .সি.সি.আর- এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হয়ে গেল এক সঙ্গীত সন্ধ্যা- ‘দেখোরে নয়ন মেলে’।

singer | newsfront.co

lady singer | newsfront.co

boy singer | newsfront.co

অনুষ্ঠানের আয়োজনে কৌশিক ইভেন্টস এবং শ্যাম সরকার।নানা গানে, যন্ত্র সঙ্গীতে, কবিতা পাঠে এই দুই কিংবদন্তিকে স্মরণ করলেন শহর কলকাতার বেশ কিছু বিশিষ্ট শিল্পী।

miucians | newsfront.co

music | newsfront.co

saregamapa singer | newsfront.co

sing | newsfront.co

এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল আর.জে রাজার পাঠে রবীন্দ্রনাথের ‘হঠাৎ দেখা’, অরিজিৎ চক্রবর্তীর কণ্ঠে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’, শৈরিন্ধ্রী দাশগুপ্তর কণ্ঠে ‘ঘরে বাইরে ছবির বিধির বাঁধন কাটবে তুমি’, সুজয় ভৌমিকের কণ্ঠে ‘এক যে ছিল রাজা’, গৌরব সরকারের নিবেদনে ‘শাওন রাতে যদি’, অরিত্র দাশগুপ্তের কণ্ঠে ‘হাজার টাকার ঝারবাতিটা’, ম্যান্ডোলিনে ‘হয়তো তোমারি জন্য’ পরিবেশন করেন শুভম কাঞ্জিলাল, প্রিয়া ভট্টাচার্যের কণ্ঠে, ‘এই শহর থেকে আরও অনেক দূরে’, সোমদত্তা ব্যানার্জির কন্ঠে ‘ও যে মানে না মানা’, দেবায়ণ মজুমদারের এস্রাজ বাদনে ‘তুমি রবে নীরবে’, সৌভিক মুখোপাধ্যায়ের সেতারে সত্যজিৎ কৃত সুরের কোলাজ বিশেষ ভাবে উল্যেখযোগ্য।

sing song | newsfront.co

singer | newsfront.co

আরও পড়ুনঃ আসছে ‘ডান্স বাংলা ডান্স’, বিচারকের আসনে বলিউডি চমক

করোনার আবহে গত বছর কোনও অনুষ্ঠানই করা সম্ভব হয়নি। তাই এই বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিশেষ ভাবে নজর কাড়ল শহরের বুকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here