উত্তরবঙ্গে চলছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র শুটিং

0
184

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সত্যজিৎ রায়ের পরিচালনা, চিত্রনাট্য এবং প্রযোজনায় ১৯৬২ সালে মুক্তি পায় পারিবারিক বাংলা ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’। সত্যজিতের জন্মশতবর্ষে তাই সেরকমই এক কাঞ্চনজঙ্ঘাকে দর্শক দরবারে হাজির করতে চলেছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’।

kanchan gangha group | newsfront.co

জোরকদমে শুটিং চলছে পাহাড়ের বুকে।সামসিং, দার্জিলিং, কার্শিয়াং-এ শুটিং চলছে বলে জানালেন অভিনেতা অসীম রায়চৌধুরী। তিনিও এখন ব্যস্ত এই ছবিতেই। কলেজপ্রেম, সম্পর্কের টানাপোড়েন, নস্ট্যালজিয়া, শৈশব, বাঙালিয়ানা সবের মিশেলে এই ছবি।এক ঝাঁক তারকার সমাবেশ রয়েছে এই ছবিতে।

richa sharma | newsfront.co
রিচা শর্মা

এই ছবির হাত ধরেই পর্দায় ডেবিউ করতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি এবং টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়। ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচিকেও।

group photo | newsfront.co
এক ফ্রেমে পদ্মনাভ দাশগুপ্ত, রিচা শর্মা, রাজর্ষি দে।

অন্যান্য চরিত্রে রয়েছেন কৌশিক সেন, বিদিপ্তা চক্রবর্তী, রিচা শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় ব্যানার্জি, পদ্মনাভ দাশগুপ্ত, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, রনিতা দাস, অসীম রায়চৌধুরী, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।এই তারামণ্ডলের কে কোন চরিত্রে অবস্থান করছেন তার জন্য অপেক্ষাই সম্বল। ছবির লেখক ও পরিচালক রাজর্ষি দে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।

আরও পড়ুনঃ ফিল্ম রিভিউঃ এভাবেই গল্প হোক

ডি ও পি গোপি ভগত। সঙ্গীত পরিচালনায় আশু চক্রবর্তী। গান লিখেছেন দুর্বা সেন, রাজর্ষি দে। প্রোডাকশন ডিজাইন করেছেন নাফিসা মণ্ডল। স্টাইলিং-এ সাবর্ণী দাস। লুক অনিরুদ্ধ চাকলাদারের।গান গেয়েছেন অনুপম রায়, উজ্জয়িনী মুখার্জি, জয়তী চক্রবর্তী।ছবিঃ অভিনেতা অসীম রায়চৌধুরীর ফেসবুক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here