নিউজফ্রন্টঃ
মাদ্রাসা সার্ভিস কমিশনের অচলাবস্থার মূলচক্রীরা যখন শাসকদলের প্রার্থী হয় তখন থেকেই ক্ষোভ ছিল বাংলার শিক্ষা মহলে। কিন্তু আজ শাসক দলের ভরা বাজারেও কাঁথির মত জায়গায় রহমানিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি ও মুসলিম শারাহ্ কমিটির সভাপতি তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে কেস করে প্রায় ছ’বছর নিয়োগ আটকে রাখা আব্দুর রহমান(মনি) ১৫৬ ভোটে হেরে যাওয়ার উচ্ছ্বসিত মাদ্রাসার চাকুরীপ্রার্থীরা।
আহমেদ হোসেন শাহ, শিক্ষক, গিমাগেড়্যা ওয়েল ফেয়ার হাই মাদ্রাসা – মূলত ইনিই মাদ্রাসা সার্ভিস কমিশনের আচলাবস্থার মূলচক্রী বলে মনে করেন এমএসসির মাধ্যমে পাশ করা চাকুরী প্রার্থীরা। আর আব্দুর রহমান , কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারী হলেন তার বিশ্বস্ত অনুচর তথা এই কেসের দাবার গুঠি।
আগের বার আব্দুর রহমান, কাঁথি-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, কিন্তু সি পি এম থেকে। কিন্তু এবার শাসকদলের টিকিট নিয়ে প্রার্থী হয়েছিলেন খাগড়াবনী থেকে। স্থানীয়দের অভিযোগ এলাকায় সুযোগ্য সংখ্যালঘু নেতৃত্ব থাকলেও কমিটির মাধ্যমে নিয়োগ করার নামে কোটি কোটি টাকা কামিয়ে, সেই টাকার ভাগ দিয়ে টিকিট জিতে নিয়েছিলেন গোটা বাংলাতে অচলাবস্থা কারি এই দুইজন।
হাইকোর্টে সরকারকে অপদস্থকারি এবং মামলা চালাতে সরকারের কোটি কোটি টাকা খরচকারি এই দুজন টিকিট পেতেই ক্ষোভেও ফেটে পড়েছিলেন সারা বাংলার চাকরী প্রার্থীরা।
(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584