নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার হিন্দি ওয়েব সিরিজে অভিষেক ঘটতে চলেছে বাংলার অভিনন্দন সরকারের। ‘হলিডে ট্রিপ’ নামের এই ওয়েব সিরিজে তাঁর চরিত্র এক দায়িত্ববান পুলিশ অফিসারের। পরিচালনায় ঋষি চন্দ।
চরিত্র প্রসঙ্গে অভিনন্দন নিউজ ফ্রন্টকে জানান- “শিব ঠাকুর, অসুর সব চরিত্রই তো করলাম। আরও অনেক চরিত্রে নিজেকে দেখার অপেক্ষায় আছি। সবে তো শুরু। তবে, এবার পুলিশ অফিসারের ভূমিকায় আমাকে দেখবেন দর্শক। খুব চ্যালেঞ্জিং আমার কাছে চরিত্রটা। একজন পুলিশ অফিসারের কথাবার্তা, হাবভাব, বডি ল্যাঙ্গোয়েজ অনেকটাই আলাদা হয় অন্যদের থেকে।
আরও পড়ুনঃ মুক্তির পথে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘সময়’
ফলে মানসিকভাবে ভীষণ প্রস্তুতি নিতে হচ্ছে। অনেক টাস্ক করছি প্রতিদিন। ফাইট সিকোয়েন্স শিখতে হচ্ছে। সব মিলিয়ে একটা দারুণ জার্নি। শুটিং শুরু হয়ে গেছে।”
থ্রিলার জঁরের এই গল্পটি দেখানো হবে জি প্রাইমে৷ শুরু হয়েছে শুটিং। সূত্রের খবর অনুযায়ী সাতটি এপিসোডে দেখানো হবে থ্রিলার ‘হলিডে ট্রিপ’। সব ঠিক থাকলে
এপ্রিলেই শুরু ‘হলিডে ট্রিপ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584