নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলা পরিষদের নতুন সভাকক্ষে একটি সাংগঠনিক সভার ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল, জেলা সভাপতি আবু তাহের খান এবং জেলা তৃণমূলের চারজন কো-অর্ডিনেটর ও জেলা পরিষদের সদস্যরা।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলবদল নিয়ে ও সামনে বিধানসভাকে লক্ষ্য রেখে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করা হয়।জেলার বেশ কিছু জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী বলে কিছু ব্যানার – হোডিং লাগানো হয়েছিল, কিন্তু সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানিয়ে দেন জেলায় দাদার অনুগামী বলে কেউ থাকবে না।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী তাই এখানে দিদির অনুগামী রাই থাকবে। তিনি বলেন, “দলে থেকে দলের বিরুদ্ধে কোনো রকম কাজ করা হবে না।
আরও পড়ুনঃ বহরমপুরে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান
এখানে সকল নেতৃত্ব উপস্থিত আছেন, অসুস্থতার জন্য দুই থেকে তিনজন আসতে পারেননি।” বৈঠক শেষে সকলেই দিদির হয়েই সামনের নির্বাচনে লড়তে চাইছে বলে জানান জেলা সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584