বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির জেলা হাসপাতালে নবজাতক শিশুকে দেখতে যেতে না দেওয়ায় পুলিশ কর্মীর হাতে কামড় দেওয়া অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে।এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে।
জানা গিয়েছে যে বেশ কয়েকদিন আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন মালা পাসওয়ান।এরপর তিনি গত রবিবার একটি সন্তানের জন্ম দেন।এদিন সকালে ভিজিটিং আওয়ার্সের পর স্ত্রী ও নবজাতক শিশুকে দেখতে প্রসূতি বিভাগে যান বিকাশ পাসওয়ান নামে ওই ব্যক্তি।এরপর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাকে বাঁধা দেন। এবং তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু কিছু না বুঝেই নিরাপত্তারক্ষী ও ব্যক্তির মধ্যে শুরু হয় বচসা।পরে ঘটনার খবর পেয়ে হাসপাতাল ক্যাম্প থেকে এক পুলিশ কর্মী ছুটে আসেন।এরপর বিনিত লামা নামে সেই পুলিশ কর্মীকে দেখেই তার হাতে কামড় বসিয়ে দেন ওই ব্যক্তি।
এরপর অন্যান্য নিরাপত্তারক্ষীরা এসে তাকে থামান। অপরদিকে এই ঘটনার খবর পৌছায় শিলিগুড়ি থানায় এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি থানার পুলিশ।এরপর পুলিশ গিয়ে বিকাশ পাসওয়ান নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ বাসের পিছনে লরির ধাক্কায় আহত ২০
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584