শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আবারও কাটমানির অভিযোগ বালুরঘাটে। অভিযোগ বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের নীতা হাঁসদার বিরুদ্ধে।আবাস যোজনার ঘর তৈরির কাটমানি নেওয়ার অভিযোগ করলেন ১৫ নং ওয়ার্ডের ১২জন বাসিন্দা।
কবিতা মহন্ত,অর্চনা মহন্ত, সুচিত্রা মালি,চম্পা রায়,সুবল মহন্ত সহ ১২ জন আলাদা আলাদা ভাবে এদিন বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের কাউন্সিলর নিতা হাঁসদার বিরুদ্ধে।
অভিযোগে জানা গিয়েছে, কারো কাছে ৫৫ হাজার, কারো কাছে ৩০ হাজার,১৫ হাজার,১১ হাজার এভাবে বিভিন্ন মানুষের কাছে বাড়ি তৈরীর জন্য টাকা নিয়েছেন নীতা দেবী।যদিও তারা কেউ ঘর তৈরি টাকা এখনও পর্যন্ত পাননি বলে জানিয়েছেন।
অভিযোগ দায়ের করতে আসা অর্চনা মোহন্ত জানান, আবাস যোজনায় ঘর তৈরীর জন্য ৫৫ হাজার টাকা কাটমানি নিয়েছেন তৃণমূলের কাউন্সিলার নীতা হাঁসদা।
এদিকে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বাড়ি তালা বন্ধ। ইতিমধ্যেই তিনি আত্মগোপন করেছেন বলে বাসিন্দাদের অভিযোগ।
আরও পড়ুনঃ পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের
উল্লেখ্য তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিগত সাত মাস আগে পুরসভার বোর্ড ভেঙ্গে যায়।বর্তমানে প্রশাসকের পরিচালনায় রয়েছে বালুরঘাট পৌরসভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584