নিম্ন সম্প্রদায়ের মহিলাকে ঘর থেকে উৎখাত করার অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে

0
190

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

accusation of torture on low community woman against villagers 4
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর সদর ব্লকে কালগাং মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে এক অধিবাসী প্রতিমা দোলই মালিয়াড়া গ্রামে বসবাস করার জন্য একটি জমি কেনেন।এলাকায় গ্রাম বিজেপির পঞ্চায়েত সদস্য তপন সাউ,মৃত্যুঞ্জয় ঘোষ,গীতা নায়েক,স্বপন মিশ্র এদের নেতৃত্ব গ্রামবাসীরা প্রতিমা দোলইয়ের বিরুদ্ধে চক্রান্ত করে তার ঘর ও বাউন্ডারি দেওয়াল ভাঙচুর করে।

accusation of torture on low community woman against villagers 3
নিজস্ব চিত্র

প্রতিমা দোলই গুড়গুড়ি পাল থানার অভিযোগ দায়ের করেন।তারপর সেই গ্রাম বাসীরা প্রতিমা দোলুইকে ধমক দিয়ে বলেন, “আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা, তুমি কী করে থাকতে পার তা আমরা দেখছি।”

accusation of torture on low community woman against villagers 2
প্রতিমা দোলই (অভিযোগকারিনি)। নিজস্ব চিত্র

তার কয়েক দিন পর মাইকে করে প্রচার করেন যে বাগদী সম্প্রদায়ের মহিলাকে রাখা যাবে না। তারপর ভদ্র মহিলা গুড়গুড়িপাল থানায় জানালে কোন সুরাহা হয়নি বলে মেদিনীপুর আদালতের দারস্থ হন।তার পরপরেই মারধর করে বাড়ির সিসি ক্যামেরা এবং ইলেকট্রিকের জামপার নামিয়ে গ্রাম বাসীরা পুনরায় অত্যাচার চালায়।

আরও পড়ুনঃ রাস্তা তৈরিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

accusation of torture on low community woman against villagers
সিসি টিভি ফুটেজ। নিজস্ব চিত্র

আদালতে আদেশ পাওয়া সত্ত্বেও গ্রামবাসীরা বাউন্ডারিটি ভেঙে দেয় এবং বলে যে বাগদী সম্প্রদায়ের মহিলাকে থাকতে দেবে না বলে। আধুনিক উন্নত সমাজে জাতির ভেদাভেদকে টেনে এনে একটি অশান্তি সমাজের সৃষ্টি করছে কয়েকজন গ্রামবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here