নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাবা হলেন ‘খড়কুটো’ ধারাবাহিকের আদরের জামাই রূপাঞ্জন। না, ঘটনাটা পর্দায় নয়, ঘটেছে রিয়েলে। মা হলেন মধুবনী।সল্টলেকের এক নার্সিংহোমে শুক্রবার দুপুর তিনটে নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন মধুবনী ৷
নবজাতকের আপাতত নাম রাখা হয়েছে কেশব। তিনদিন পর নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফিরবেন রাজা-মধুবনী।কোভিড কালে শুটিং করতেন বলে মধুবনীর সঙ্গে দূরত্ব রেখে চলতেন রাজা।মধুবনী বহুল পরিচিত হন ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের হাত ধরে। কর্তা-গিন্নি দুজনেই ছিলেন মুখ্য দুই চরিত্রে।
আরও পড়ুনঃ কর্ণ-রাধিকার সাম্রাজ্যে এলেন ফাহিম, মন মাতাচ্ছে ছোট্ট আরুষ
সেই সময় থেকে প্রেম, তারপর বিয়ে। আর এবার ভালোবাসার চিহ্ন স্পষ্ট হল আরও। খুশি দুজনেই। রাজা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে লিখেছেন- “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন। Blessed with a baby Boy… Thanks Almighty…. Gratitude.”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584