নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন আর জ্বর নেই। রাতে ভালো ঘুমও হয়েছে তাঁর। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও এখন স্বাভাবিক। সোডিয়াম-পটাশিয়াম মাত্রাও নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে হাসপাতালের তরফে।
কোভিড আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতেই হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। তবে বর্তমানে তাঁর শরীরে সংক্রমণ নেই। দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখনও তাঁকে আইটিইউ-তেই রাখা হয়েছে।
আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘আবোল তাবোল’, মুক্তি পেল টিজার
হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিনের নরম্যাল এবং রেগুলার টেস্ট গুলো করা হবে। সৌমিত্রবাবুর নতুন করে আর কোনও শারীরিক জটিলতার সৃষ্টি হয়নি। তন্দ্রাচ্ছন্ন ভাবটাও ক্রমশ কেটে যাচ্ছে। অন্যদের কথা শোনা ও বোঝার পাশাপাশি নিজেও কথা বলার চেষ্টা করছেন। তবে, সংকট যে পুরোপুরি কেটে গেছে, তা এখনই বলা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতেই বাইপ্যাপ সাপোর্ট লেগেছে তাঁর। ন্যাজাল মাস্কও ছিল। মাঝেমধ্যে শরীর অক্সিজেনের মাত্রার হেরফেরের জন্যই এই পদক্ষেপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584