রক্ত দিয়ে অন্বেষার নাম লিখলেন ভক্ত, রাগী পোস্ট অভিনেত্রীর

0
635

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

আজ বিয়ের আসরে বসতে চলেছে ঊর্মি। বর সাত্যকি। বিয়ের রাতেই পালায় ঊর্মি। তাকে ফিরিয়ে আনে খোদ তার শ্বশুরমশাই। তাও আবার বাইকে চেপে। বাকিটা চমক। আজ রাতেই সবটা জানতে পারবে দর্শক। ঠিক রাত ১০ টায় ধারাবাহিকের মহাপর্ব দেখবে দর্শক। কিন্তু সেই শুভ মুহূর্তের ঠিক আগের দিনই এ কী ঘটল! ঊর্মি অর্থাৎ অন্বেষা হাজরার নাম হাত কেটে রক্ত দিয়ে লিখলেন তাঁর এক ভক্ত৷ আর তা ফলাও করে পোস্টালেন সোশ্যালে৷

Actress Anwesha
অন্বেষা হাজরা, অভিনেত্রী। ছবি সৌজন্যেঃ ফেসবুক

অভিনেত্রী অন্বেষা প্রথমে এই পোস্টটা দেখেননি। তাঁর এক বন্ধু তাঁকে দেখায় সেই পোস্ট। এর পর বেজায় চটেন অভিনেত্রী। রেগে গিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তকে বোঝাবার চেষ্টা করেন অভিনেত্রী। কিন্তু ইনস্টাগ্রাম থেকে পোস্টটি আপত্তিজনক বলে মুছে দেওয়া হয়। তাই ফেসবুকে ওই একই পোস্ট শেয়ার করেন অন্বেষা।

আরও পড়ুনঃ শ্রীজাতর প্রথম ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা এবং পরমব্রত

Annwesha Hazra facebook
অন্বেষার ফেসবুক পোস্ট

তিনি লেখেন- ” Please please না। না মানে না। এরম ভাবে নিজের হাত কেটে, নিজে কে কষ্ট দিয়ে পৃথিবীর কারুর জন্যই ভালোবাসা জাহির করতে যাবেন না। আমার বন্ধু আমায় msg টা দেখালো। আমি একদমই এই ধরনের msg কে নিজের প্রাপ্তি বলে মনে করি না। বরং আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে, আমাদের চলার পথটা সুন্দর হবে। আমি অনুরোধ করছি এই ভাবে নিজেকে কষ্ট দিয়ে কারুর জন্য ভালোবাসা জাহির করবেন না। নিজের কথাটা ভাবুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here