করোনাকালে চাকরিপ্রার্থীদের কথা ভেবে বড় ঘোষণা এসএসসির

0
104

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এখনও দেশে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে লোকাল ট্রেন চালু হলেও দেশের সব জায়গায় পরিস্থিতি এক নয়। পরীক্ষার কেন্দ্র যদি দূরে হয় তাহলে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে চাকরি প্রার্থীদের।

staff selection commission | newsfront.co

এই কোভিড পরিস্থিতির কথা ভেবেই তাই স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) টায়ার থ্রি ২০১৮-এর প্রবেশিকা পরীক্ষার কেন্দ্র বদলের সিদ্ধান্ত নিয়েছে।

চাকরিপ্রার্থী তাঁদের পছন্দমত সেন্টার নিতে পারবেন যেটা তাঁদের সুবিধা হয়। ২৯ নভেম্বর থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত এই আবেদন চলবে।

আরও পড়ুনঃ এই বছরে আর রাজ্যে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়

এসএসসি জানিয়েছে, “এসএসসি ওয়েবসাইটে গিয়ে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রার্থীদের তাঁদের নিজস্ব লগ ইন আইডি দিয়ে খুলতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর এবং পরীক্ষার পাসওয়ার্ড দেওয়া রয়েছে।”

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকেই ‘দুয়ারে দুয়ারে সরকার’, ১০ প্রকল্পে বিস্তারিত সুযোগ-সুবিধা ঘোষণা মুখ্যসচিবের

ডিসেম্বরের ১৮ এবং ১৯ তারিখ এই পরীক্ষার স্কিল টেস্ট রয়েছে। প্রার্থীদের নির্দেশিকা খুব খুঁটিয়ে এবং গুরুত্ব নিয়ে পড়তে বলা হয়েছে। কীভাবে পরীক্ষা কেন্দ্র বদল করা যাবে সেই নির্দেশিকা এবং বিস্তারিত তথ্য আগে পড়ে নিয়ে তারপর আবেদন করতে বলা হয়েছে। একবার সেন্টার বদল হলে তা পুনরায় ঠিক করা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here