রেলের রাস্তার সমস্যার সমাধানে জীবন্তি হল্ট পরিদর্শনে অধীর রঞ্জন এবং এডিআরএম

0
161

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

হাওড়া আজিমগঞ্জ রেলের ডাবল লাইনের জন্য বন্ধ হতে চলেছিল মুর্শিদাবাদের বহরমপুর এবং কান্দি থানার অন্তর্গত জীবন্তি হল্ট রেলষ্টেশনের স্থানীয় গুরুত্বপূর্ণ দুটি চলাচলের রাস্তা। শনিবার পরিদর্শনে এলেন প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী এবং হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিনোদ কুমার পাসওয়ান। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তারা।

Adhir Chowdhury
জীবন্তি হল্টে পরিদর্শনে অধীর রঞ্জন এবং এডিআরএম । নিজস্ব চিত্র

উল্লেখ্য, মুর্শিদাবাদের জীবন্তি হল্টের রেললাইনের দুই পাশে গ্রাম এবং মাঠে যাওয়ার জন্য যে রাস্তা ছিল, হাওড়া আজিমগঞ্জ ডিভিশনে রেলের ডাবল লাইন হওয়ার ফলে এই দুই পাশের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অসুবিধায় পড়েছিল ১০ টি গ্রামের মানুষ। এই অসুবিধার কথা গত তিন মাস ধরে তৃণমূল নেতা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডলকে বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত গ্রামের মানুষ সপ্তাহখানেক আগে বহরমপুরের সাংসদ এবং প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর কাছে দ্বারস্থ হন। তিনি কথা দিয়েছিলেন বিষয়টি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার।

Jibanti Halt
নিজস্ব চিত্র

সেইমতো শনিবার দুপুরে হাওড়া ডিভিশনের ADRM বিনোদ কুমার পাসওয়ান, আজিমগঞ্জ ডিভিশনের ইনচার্জ আর খান্না, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কান্দি প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান যৌথভাবে পরিদর্শন করে রাস্তার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুনঃ বন্ধ স্কুল, সপ্তম শ্রেণীর ছাত্র এখন ফেরিওয়ালা

এই সমস্যার বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “রেলের পাশে থাকা দুটি গুরুত্বপূর্ণ রাস্তা কান্দি থানার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তার সঙ্গে ১০ টির বেশি গ্রামের মানুষের মেঠোপথে যাতায়াতের একমাত্র মাধ্যম। অন্যদিকে বহরমপুর থানার অন্তর্গত আরও এক‌টি রাস্তা যেটি স্থানীয় মানুষের চাষাবাদ থেকে শুরু করে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু রেলের ডাবল লাইন হতেই সাধারণ মানুষের কথা না ভেবেই রেলের প্রয়োজন ছাড়াই বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা দুটি। ডাবল লাইন হোক আমরা চেয়েছি, আমরা খুশি কিন্তু আমাদের সমস্যা যাতে না হয় সেটাও আবেদন জানিয়েছিলাম।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত ৩ কিশোর

এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন কেন্দ্রের কাছে আবেদন করেছিলাম যে, এই ডিভিশনের ডাবল লাইন করার সঙ্গে সমস্ত রেলষ্টেশনকে আধুনিক ভাবে গড়ে তোলার, সেই মতো কাজ শুরু হয়েছে আমরা খুশি। তার সঙ্গে রাস্তা নিয়ে কিছু সমস্যা হয়েছিল এখানকার সাধারণ মানুষ আমাকে জানিয়েছিলেন। আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, আজকে যৌথভাবে পরিদর্শন করলাম। রেল কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here