রাজস্থানে গোরক্ষার্থে বলি আঠাশ বছরের আকবর

0
575

ওয়েবডস্কঃ

রাজস্থানের আলওয়ারে পেহেলু খানের পর এবার গোরক্ষার্থে বলি হল আঠাশ বছরের আকবর খান। গত রাত্রে হরিয়ানার কোলাগাওয়ের বাসিন্দা আকবর খান ও তার এক সঙ্গী দুটো গরু নিয়ে রাজস্থানের আলওয়ার জেলায় রামগড় এলাকার লালাওয়ান্ডি গ্ৰামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এক দল গোরক্ষক তাদের উপর চড়াও হয় বলে নিউজ সংস্থা এএনআই সূত্রে জানা যায়। গরু পাচারকারী গুজব ছড়িয়ে নির্বিচারে চলে গালিগালাজ ও শারীরিক নির্যাতন। আকবরের সঙ্গী পালিয়ে বাঁচে। রামগড় থানার SHO সুভাষ শর্মা জানান পরে আকবরকে রামগড় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানা যায়।

সেই জায়গা

উল্লেখ্য বছর খানেক আগেই রাজস্থানের এই আলওয়ার জেলাতেই  পঞ্চাশ বছরের পেহেলু খানকেও হত্যা করা হয় গোরক্ষার নামে। গত ছয় মাসে এই নিয়ে  সংখ্যালঘু  ও দলিত বিদ্বেষজনিত অপরাধের শিকার হয়ে  অন্তত ৪৩ জন খুন হল দেশে।

অনীল বেনিয়াল, ASP ,আলওয়ার।

যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিড়হত্যার বিরুদ্ধে মুখ খুললেন সেদিনই এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশিষ্ট মহল। সুপ্রিমকোর্টও গোরক্ষার নামে হত্যার কড়া নিন্দা করে এবিষয়ে কড়া আইন আনার নির্দেশও দেন কেন্দ্রকে। তবুও এই ঘৃণার নোংরা হত্যা যেন থামতেই চায়না !

(ছবি সৌজন্যে-ANI)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here