নিজামুদ্দিন সেখ,নিউজফ্রন্ট,মুর্শিদাবাদ:
শরতের চেনা আকাশ কেমন যেন অচেনা লাগছে ,কোথায় গেল তুলোমাখা মেঘ আর ঝিরি ঝিরি বাতাস! না এই সব এবারের শারদীয়ায় যেন কেবলই স্মৃতি , কয়েকদিন থেকে গরমও পড়েছে বেশ তাকে বুড়ো আংগুল দেখিয়ে পূজার আনন্দে গা ভাসাচ্ছিল সবাই।
কিন্তু পুর্বাভাস আগেই ছিল বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।সারা দিন হালকা মেঘ থাকলেও অষ্টমীর বিকালে মুর্শিদাবাদের অম্বর বাবু ঘন কালো মেঘে সেজেছে শারদীয়ার আনন্দে।চলছে তো চলছেই। সন্ধ্যা গড়িয়ে রজনী তবুও ক্লান্তিহীন বৃষ্টির পরিক্রমা ।
ফলে আনন্দের আকাশে মেঘ বালিকার চোখ রাঙানি ।কিন্তু বৃষ্টি একটু কমতেই জেলার বিভিন্ন শহর গুলোতে ভিড় উপচে পড়েছে।
বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নেমেছে মানুষ৷ বহরমপুর থেকে জঙ্গীপুর, বেলডাঙ্গা থেকে লালবাগ সর্বত্রই জনজোয়ার৷
নতুন পোশাকে সুসজ্জিত তরুণ-তরুণী, যুবক-যুবতী থেকে কচিকাঁচা সকলেই বিকেল থেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন৷
সঙ্গে যদিও ছাতা আছে প্রায় সকলের হাতে৷ আড্ডাতেও খামতি নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584