নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
সোনার বাংলাকে কাঙাল বানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে গনতন্ত্রের পরিবেশ নেই, নেই রোজগার- এভাবেই তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্ব ভারতীয় নেতা রাজনাথ সিং।
শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা রবীন্দ্র নগর রেলওয়ে ময়দানে বিজেপির প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন যে রাজ্য সরকার সহযোগিতা না করার ফলে বাংলাদেশ সীমান্ত সিল করা যাচ্ছে না।ফলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ক্রমশ বাড়ছে।এছাড়া গরীব মানুষের জন্য কেন্দীয় প্রকল্পগুলি রুপায়নে রাজ্য সরকার উৎসাহ দেখাচ্ছে না।কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ।
আরও পড়ুনঃ রাজনাথের সভা, নিরাপত্তা নিয়ে বৈঠক এনএসজি কমান্ডোর
তিনি দাবি করেন যে মোদীর নেতৃত্বে সোনার বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। এদিন চা শ্রমিকদের প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “ এই রাজ্যে কোন বিনিয়োগ নেই। কেউ বিনিয়োগ করতে চাইছে না। চা শ্রমিকরা নূনতম মজুরি পাচ্ছে না।আমরা পরিস্থিতির পরিবর্তন করতে চাই।”
রবীন্দ্রনগর মাঠে এদিন প্রায় হাজার পাঁচেক মানুষের ভিড়ের সামনে কংগ্রেস এবং সিপিএমেরও সমালোচনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584